রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা | premer kobita

বাংলা কবিতার কথা হবে আর সেখানে রবিন্দ্রানাথ ঠাকুরের নাম আসবেনা তা কিভাবে হয়। আর যখন প্রেমের কবিতার কথা তখন তার নামতো আসবেই । এজকের এই পস্টে ২০ টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা লেখা হয়েছে। 

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা রয়েছে অসংখ্য। তার মধ্যে বাঙালির জীবনের সাথে জড়িয়ে থাকা ২০ টি কবিতা আপনাদের জন্য তালিকাবদ্ধ করেছি। আসা করি আপনাদের ভালো লাগবে। 

রবীন্দ্রনাথ ঠাকুরের  প্রেমের কবিতা

1/ অনন্ত প্রেম

রবিন্দ্রানাথ ঠাকুর

কবিতাটি মানসী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতায় কবি তার যৌবন থেকে একেবারে শেষ পর্যন্ত ভালোবাসা ও ভালোলাগার বিষয়গুলোকে ফুটিয়ে তুলেছেন।

২/ দান

রবিন্দ্রানাথ ঠাকুর

কবিতা ১৯২৪ সালের ৩ নভেম্বর মাসে প্রকাশিত হয় এবং এটি সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- কাজী নজরুল ইসলাম এর জীবনী

৩/ দেহের মিলন

রবিন্দ্রানাথ ঠাকুর

কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে

৪/ ১৪০০ সাল

রবিন্দ্রানাথ ঠাকুর

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে ‘১৪০০ সাল’ কবিতাটি নেওয়া হয়েছে।

৫/ অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

রবিন্দ্রানাথ ঠাকুর

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলী কব্যগ্রন্থ থেকে নেওয়া।

আরো পড়ুন- চিঠি লেখার নিয়ম বাংলা

৬/ আচল স্মৃতি

রবিন্দ্রানাথ ঠাকুর

“অচল স্মৃতি” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৭/ লজ্জা

রবিন্দ্রানাথ ঠাকুর

লজ্জা” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- Padma Bridge Paragraph

৮/ কৃষ্ণকলি

রবিন্দ্রানাথ ঠাকুর

“কৃষ্ণকলি” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

৯/ প্রথম চুম্বন

রবিন্দ্রানাথ ঠাকুর

প্রথম চুম্বন” কবিতাটি ১৮৯৬ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

10/ হঠাৎ দেখা

রবিন্দ্রানাথ ঠাকুর

“হঠাৎ দেখা” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- পদ্মা সেতু অনুচ্ছেদ

11/ অন্তর মম বিকশিত করো

রবিন্দ্রানাথ ঠাকুর

অন্তর মম বিকশিত করো” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

12/ আমার এ প্রেম নয়তো ভীরু

রবিন্দ্রানাথ ঠাকুর

আমার এ প্রেম নয়তো ভীরু” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

13/ আমার মিলন লাগি তুমি

রবিন্দ্রানাথ ঠাকুর

আমার মিলন লাগি তুমি” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- অপরিচিতা গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর

14/ কত অজানারে জানাইলে তুমি

রবিন্দ্রানাথ ঠাকুর

কত অজানারে জানাইলে তুমি” কবিতাটি ১৯১০ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

15/ মানষী

রবিন্দ্রানাথ ঠাকুর

16/ প্রেমের হাতে ধরা দেব

রবিন্দ্রানাথ ঠাকুর

প্রেমের হাতে ধরা দেব” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- অপরিচিতা গল্পের mcq

17/ অসময়

রবিন্দ্রানাথ ঠাকুর

অসময়” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

18/ আছে আমার হৃদয় আছে ভরে

রবিন্দ্রানাথ ঠাকুর

আছে আমার হৃদয় আছে ভরে” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

19/ আজি গন্ধবিধুর সমীরণে

রবিন্দ্রানাথ ঠাকুর

আজি গন্ধবিধুর সমীরণে” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আরো পড়ুন- চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

20/ আজি ঝড়ের রাতে তোমার অভিসার

রবিন্দ্রানাথ ঠাকুর

আজি ঝড়ের রাতে তোমার অভিসার” কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের উৎসর্গ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।

আজকের এই পস্টে ২০ টি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতা লিখেছি আপনাদের জন্য। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলতে সবার কাছেই প্রিয়। আপনি তার কবিতা খুজছেন মানে আপনারও তার কবতা খুব প্রিয়। তার জীবনী নিয়ে পস্টটি দেখতে ঘুরে আসুন আমাদের ওয়েবসাইট learn-zone থেকে অথবা এখানে ক্লিক করুন। আসা করি এই পোস্টের কবিতাগুলো আপনার ভালো লেগেছে। আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে দিন, ধন্যবাদ।

আরো পড়ুন- শেখ রাসেলের জীবনী রচনা

Leave a Comment