নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সঠিক নিয়ম 2023

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদনের সঠিক নিয়ম , আবেদনের সতর্কতা এবং জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ও কত টাকা ফি লাগে এসব নিয়ে এই পোস্টে বিস্তারিত থাকবে ইন শা আল্লাহ। 

সঠিক ভাবে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে না পারলে পরবর্তীতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। তাই আবেদন করতে সঠিকভাবে আবেদন করতে হবে। তাই সঠিক নিয়ম জানা প্রয়োজন। তো চলুন জেনে নেওয়া যাক। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে হলে প্রথমে bdris.gov.bd/br/application এই ওয়েবসাইটে যেতে হবে এরপর যে ঠিকানায় জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন সে ঠিকানায় টিক মার্ক দিয়ে “পরবর্তী” লেখা বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যেতে হবে। 

সেখানে একটি জন্ম নিবন্ধনের ফরম থকবে, এরপর সেখানে নিবন্ধনকারী বা শিশুর নাম, পিতামাতার নাম, জন্ম তারিখ ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিয়ে সেই ফরম পূরন কর‍তে হবে। 

শিশুর নাম বাংলা ও ইংরেজি দুটোতেই লিখতে হবে। জন্ম তারিখ দিতে হবে এই ফরমেটে (dd-mm-yyyy). 

এরপর মাতা ও পিতার কত তম সন্তান সেটি নির্বচন করে দিতে হবে। তারপরের অপশনে পুরুষ নাকি নারী সেই লিঙ্গ নির্ধারণ করে দিতে হবে। এরপর জন্মস্থানের ঠিকানা, পিতা মাতার তথ্য ইত্যাদি সঠিক পূরন করে পরবর্তী ধাপে যেতে হবে। 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন

 আরো পড়ুন – অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ?  

জন্ম নিবন্ধন সনদ এখন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। অনলাইনে জন্ম নিবন্ধন করতে বিভিন্ন কাগজ পত্রের প্রয়োজন হয়। বয়স অনুযায়ী কাগজ পত্রের পার্থক্য দেখা যায়। চলুন বয়স অনুযায়ী জন্ম নিবন্ধন করতে কি কি লাগে তা দেখে নিই। 

বয়স ০ থেকে ৪৫ দিন হলে শিশুর জন্ম নিবিন্ধনের জন্য যা লাগবেঃ 

  • টিকা দানের কার্ড অথবা হাসপাতালের ছাড়পত্র। 
  • বাসাবাড়ির টেক্স টোকেন বা কর পরিশোধের রশিদ। 
  • একটি সচল মোবাইল নাম্বার (অটিপি পাঠানোর জন্য)। 
  • মা বাবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (অপশনাল)
  • মা বাবার আইডি কার্ড (অপশনাল)। 

বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে শিশুর জন্ম নিবিন্ধনের জন্য যা লাগবেঃ 

  • টিকা দানের কার্ড অথবা হাসপাতালের ছাড়পত্র। 
  • বাসাবাড়ির টেক্স টোকেন বা কর পরিশোধের রশিদ। 
  • একটি সচল মোবাইল নাম্বার (অটিপি পাঠানোর জন্য)। 
  • মা বাবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ (যদি থাকে)
  • মা বাবার আইডি কার্ড।
  • প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রশংসা প্রত্যয়নপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।  

বয়স ৫ বছরের বেশি হলে শিশুর জন্ম নিবিন্ধনের জন্য যা লাগবেঃ

  • চিকিৎসক কর্তৃক প্রত্যয়ন পত্র। 
  • প্রাথমিক শিক্ষা সমাপনী/জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। 
  • মা বাবার স্থানীয় ঠিকানার কর পরিশোধের রশিদ / বাড়ি বা জমির দলিল অথবা বাড়ির খাজনা প্রদানের রশিদ । 
  • সঠিক বয়স প্রমানের জন্য চিকিৎসক কর্তৃক প্রত্যয়নপত্র (বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস অথবা তদূর্ধ্ব ডিগ্রীধারি হতে হবে)। 

আরো পড়ুন – প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

কীভাবে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করবেন তা সংক্ষেপে আবার দেখে নিই। 

  • প্রথমেই তাদের ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইট
  • এরপর যে ঠিকানায় জন্ম নিবন্ধন করতে চান সেটি সিলেক্ট করতে হবে। 
  • এরপর সন্তানের নাম বাংলা ও ইংরেজী উভয় ভষায় লিখতে হবে, জন্ম তারিখ, লিঙ্গ এবং জন্মস্থানের সঠিক ঠিকানা দিয়ে ফর্মটি পূরন করে পরবর্তীতে ক্লিক করতে হবে। 
  • তারপর মা বাবা এবং জাতীয়তাসহ সকল তথ্য পূরন করতে হবে। 
  • এরপরে প্রয়োজনীয় তথ্য যেমন ইপিয়আই কার্ড, হোল্ডিং ট্যাক্স রসিদ, মা বাবার জাতীয় পরিচয় পত্রের ফটোকফি আপলোড ইত্যাদি সম্পন্ন করতে হবে। 
  • এরপর আপনার সচল একটি মোবাইল নাম্বার দিন এবং সেটিতে ওটিপি গেলে তা সাবমিট করুন। 
  • আবেদন পত্রটি ভালো করে পড়ে নিন, সাবমিট করার আগে কোনো ভূল থাকলে তা ঠিক করে সাবমিট করুন। 
  • আবেদন পত্রটি সাবমিট হয়ে গেলে একটি এপ্লিকেশন নাম্বার পাবেন যা দিয়ে আপনার জন্ম নিবন্ধনের বর্তমান অবস্থা চেক করতে পারবেন। 
  • এরপর সে আবেদন পত্রটি প্রিন্ট করুন। 
  • আবেদন শেষ হলে সকল ডকুমেন্ট নিয়ে স্থানীয় অফিসে জমা দিতে হবে। 

জন্ম নিবন্ধন ফি কত টাকা  

বয়স বেঁধে জন্ম নিবন্ধনের ফি আলাদা হয়ে থাকে। নিচের চার্টে বয়স অনুযায়ী ফি সাজানো আছেঃ 

শিশুর বয়স নিবন্ধন ফি
বয়স ০ থেকে ৪৫ দিন হলে ফ্রি
বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে২৫ টাকা
বয়স ৫ বছরের বেশি হলে৫০ টাকা

এগুলো হলো ফি। কিন্তু আপনার নিকটস্থ সিটি কর্পোরেশন/ পৌরসভা/ ইউনিয়ন পরিষদ থেকে ফি কিছুটা কম বেশি হতে পারে। যেমন – ৫০ থেকে ১০০ টাকা বা ২০০ টাকা।

আরো পড়ুন – পদ্মা সেতু রচনা

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার নিয়ম 

জন্ম নিবন্ধন আবেদন বাতিল করার জন্য অবশ্যই আপনাকে ইউনিয়ন পরিষদ , পৌরসভা অথবা কাউন্সিলর অফিসে যেখানে আবেদন করেছেন সেখানে গিয়ে আবেদন বাতিল করতে হবে এবং আবেদন বাতিলের জন্য আবশই আপনাকে আপ্লিকেশন আইডি জানতে হবে। আবেদনটি কেন বাতিল করতে চান তার কারন দিয়ে আবেদন বাতিলের অনুরোধ করতে হবে। 

উপসংহারঃ 

জন্ম নিবন্ধন প্রতিটি নাগরিকের জন্যই বেশ গুরুত্বপূর্ণ। আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজেই এর প্রয়োজন হবে। সঠিক ভাবে আবেদন না করতে পারলে পরে তা আর সংশোধন করতে পারবেন না। এর জন্য আবেদন বাতিল করতে হবে এবং অনেক ঝামেলা পোহাতে হতে পারে। তাই 

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার নিয়ম ট্যাগ সমূহ

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন , জন্ম নিবন্ধনের জন্য আবেদন , নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম , জন্ম নিবন্ধনের জন্য আবেদন ফরম , নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন কি কি প্রয়োজন , নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে কি কি লাগে , তাই অনলাইনে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদনের সঠিক নিয়ম নিয়ে আপনাদের জন্য পস্ট টি করা। উপকৃত হলে অবশ্যই নিচে কমেন্টে জানিয়ে দিবেন, ধন্যবাদ।

নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সঠিক নিয়ম
নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার সঠিক নিয়ম

জন্ম নিবন্ধন ফি কত টাকা ?

বয়স ০ থেকে ৪৫ দিন হলে ফ্রি তে আবেদন করা যায়। বয়স ৪৬ দিন থেকে ৫ বছর হলে ২৫ টাকা এবং বয়স ৫ বছরের বেশি হলে ৫০ টাকা।

জন্ম নিবন্ধন করতে কি কি লাগে ?

জন্ম নিবন্ধন করতে ইপিয়আই কার্ড, হোল্ডিং ট্যাক্স রসিদ, একটি সচল মোবাইল নাম্বার।

Leave a Comment