চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা – 2023

আবেদন পত্র কি ?  

কোনো প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের নিকট কোনো কিছুর আবেদন জানিয়ে পত্র লেখাকে আবেদন পত্র বা দরখাস্ত বলে। 

ছেটবেলা থেকেই আমরা যদি বিভিন্ন ধরনের আবেদন পত্র লেখা শিখি তাহলে পরে আমরা যেকোনো ধরনের আবেদন পত্র বা চাকরির আবেদন পত্র লিখতে পারব। আবেদন পত্রে কোনো কিছু নিজের মত করে লেখা যাবে না। নিয়ম অনুসরন করে না লিখলে আপনার আবেদন বাতিল হবে। তাই আমাদের নিয়ম মেনে আবেদন করতে হবে বা লিখতে হবে। চলুন জেনে নেওয়া যাক আবেদন পত্র লেখার নিয়ম।

আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

আবেদন পত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা ছাড়া আবেদন পত্রে মান থাকেনা। এই ধরনের পত্রগুলোতে নিজ থেকে কোনো কিছু লেখার সুযেগ থাকেনা। যথারীতি নিয়ম মেনে শিষ্টাচার প্রদর্শন করে অল্প কথায় সুস্পষ্ট বক্তব্যের মাধ্যমে সৌজন্যতার সাথে শেষ করতে হবে। 

আবেদন পত্র লেখার নিয়ম ও গঠনঃ

  • আবেদন পত্র লিখতে শুরুতেই আবেদনের তারিখ লিখতে হবে।
  • এরপর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পদ মর্যাদা ও ঠিকানা লিখতে হবে। 
  • এরপর আবেদনের বিষয় লিখতে হবে সংক্ষেপে এক লাইনে। 
  • এরপর সম্ভাষন জানাতে হবে (জনাব, স্যার, ম্যাডাম) হত্যাদি বলে।
  • এরপর আবেদন পত্র লিখার নিয়ম অনুসারে সবিনয় নিজের পরিচয় দেওয়ার পর আবেদনের বিষয়টি ছোট করে গঠনমূলক বর্ণনা দিতে হবে।
  •  এরপর আবেদনকারীর নাম, ঠিকানা, পদবি ইত্যাদি লিখতে হবে।

চাকরির আবেদন পত্র

উপরে আবেদন পত্রের যে নিয়ম দেওয়া হয়েছে তা সব চাকরি আবেদন বা যেকোনো দরখাস্ত লেখার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই নিয়ম অনুসরন করে যেকোনো চাকরির আবেদন করা যাবে। 

আরো পড়ুন- পত্র বা চিঠি লেখার নিয়ম

আরো সঠিকভাবে জানতে ভিড়িওটি দেখতে পারেন

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বা নমুনা

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন 

তারিখ ২০-০৯-২০২৩ খ্রিঃ

বরাবর

সভাপতি

বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়

সোনাগাজী, ফেনী

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

সবিনয় নিবেদন এই যে, গত ১৩-০৯-২০২৩ তারিখে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য প্রার্থী হিসেবে আমার সকল শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুসাঙ্গিক তথ্যাদি মহদয়ের নিকট উপস্থাপন করছি। 

১/ নামঃ 

২/ পিতার নামঃ

৩/ মাতার নামঃ

৪/ বর্তমান ঠিকানাঃ 

৫/ স্থায়ী ঠিকানাঃ

৬/ জন্ম তারিখঃ

৭/ জাতীয়তাঃ

৮/ জাতীয় পরিচয়পত্র নংঃ

৯/ বৈবাহিক অবস্থাঃ

১০/ ধর্মঃ

১১/ মবাইল নাম্বারঃ

১২/ শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নামগ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের সালপ্রাপ্ত গ্রেড 
এসএসসিব্যাবসায় শিক্ষাকুমিল্লা২০০৭জিপিএ-৫
এইচএসসিব্যাবসায় শিক্ষাকুমিল্লা২০০৯জিপিএ-৫
বিএসএসফিন্যান্স জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৩প্রথম শ্রেনী
এমএসএসফিন্যান্স জাতীয় বিশ্ববিদ্যালয়২০১৪প্রথম শ্রেনী

১৩/ অভিজ্ঞতা

এতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরে উল্লেখিত সকল তথ্য বিবেচনা করে আমাকে একজন প্রার্থী হিসেবে মনোনীত করতে আপনার মর্জি হয়।  

বিনীত 

জামশেদ ফাহিম

মোবাইল- +৮৮০১xxxxxxxxx

সংযুক্তিঃ

১/ পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। 

২/ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩/ চারিত্রিক সনদপত্র।

৪/ নাগরিকত্ব সনদপত।

৫/ জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

৬/ ১০০০ টাকা ব্যাংক ড্রাফট।

আরো পড়ুন- কাজী নজরুল ইসলাম এর জীবনী

প্রভাষক পদে চাকরির আবেদন পত্র

তারিখ ১৯-০৯-২০২৩ খ্রিঃ

বরাবর

প্রধান শিক্ষক ও অধ্যক্ষ

সনাগাজী সরকারী কলেজ

সোনাগাজী, ফেনী

বিষয়ঃ সহকারী প্রভাষক পদে চাকরির আবেদন।

জনাব

সবিনয় নিবেদন এই যে, গত ১৩-০৯-২০২৩ তারিখে ‘দৈনিক যুগান্তর’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে, আপনার প্রতিষ্ঠানে সহকারী প্রভাষক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের জন্য প্রার্থী হিসেবে আমার সকল শিক্ষাগত যোগ্যতাসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ও আনুসাঙ্গিক তথ্যাদি মহদয়ের নিকট পেশ করছি।

১/ নামঃ 

২/ পিতার নামঃ

৩/ মাতার নামঃ

৪/ বর্তমান ঠিকানাঃ 

৫/ স্থায়ী ঠিকানাঃ

৬/ জন্ম তারিখঃ

৭/ জাতীয়তাঃ

৮/ জাতীয় পরিচয়পত্র নংঃ

৯/ বৈবাহিক অবস্থাঃ

১০/ ধর্মঃ

১১/ মবাইল নাম্বারঃ

১২/ শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নামগ্রুপ/বিষয় বোর্ড/বিশ্ববিদ্যালয়পাশের সালপ্রাপ্ত গ্রেড 
এসএসসিবিজ্ঞানকুমিল্লা২০০৮৫.০০
এইচএসসিবিজ্ঞানকুমিল্লা২০১০৫.০০
স্নাতকপ্রানীবিদ্যাঢাকা২০১২৩.৯৭
স্নাতকোত্তরপ্রানিবিদ্যাঢাকা২০১৪৪.০০

১৩/ অভিজ্ঞতা

এতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, উপরে উল্লেখিত সকল তথ্য বিবেচনা করে আমাকে একজন প্রার্থী হিসেবে মনোনীত করতে আপনার মর্জি হয়।  

বিনীত 

জামশেদ ফাহিম

মোবাইল- +৮৮০১xxxxxxxxx

সংযুক্তিঃ

১/ পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি। 

২/ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।

৩/ চারিত্রিক সনদপত্র।

৪/ নাগরিকত্ব সনদপত।

৫/ জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধনের সত্যায়িত ফটোকপি।

৬/ ১০০০ টাকা ব্যাংক ড্রাফট।

চাকরির আবেদন পত্র লেখার সময় খামের প্রয়োজন হলে নিচের খামের নিয়ম অনুসরণ করতে পারেন। 

প্রেরক,নামঃ জামশেদ ফাহিমগ্রাম/মহল্লাঃ সমপুর ডাকঃ বক্তারমুন্সী উপজেলাঃ সোনাগাজীজেলাঃ ফেনীপোস্ট কোডঃ ৩৯০০ প্রাপক,  প্রধান শিক্ষক ও অধ্যক্ষসনাগাজী সরকারী কলেজগ্রাম/মহল্লাঃ সোনাগাজীডাকঃ সোনাগাজীউপজেলাঃ সনাগাজীজেলাঃ ফেনীপস্টঃ ৩৯০০

আরো পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র

অসুস্থতার জন্য ছুটির আবেদন পত্র লিখার এই নিয়ম অনুসরন করে বিদ্যালয় / কলেজ কিংবা অফিস থেকে ছুটি নিতে পারবেন। 

তারিখ ১৪-০৯-২০২৩ খ্রিঃ

বরাবর

প্রধান শিক্ষক

বক্তারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়

সোনাগাজী, ফেনী

বিষয়ঃ অসুস্থতার জন্য ছুটির আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, আজ স্কুলে আসার পর হঠাৎ আমি অসুস্থ হয়ে পড়ি। অসুস্থতার কারনে ক্লাসগুলো করা আমার সম্ভব হচ্ছে না। তাই, জনাবের নিকট আকুল আবেদন এই যে, আজকের ক্লাসগুলোর জন্য আমাকে ছুটি দিয়ে এবং সুস্থ হলে আবারো আমাকে নিয়মিত ক্লাস করার সুযোগ দিয়ে বাধিত করবেন।

এতএব, জনাবের নিকট বিনীত আবেদন এই যে, আজকের ক্লাসের জন্য ছুটি দিয়ে সুস্থ হয়ে আবার ক্লাসে নিয়মিত হওয়ার সুযোগ দিয়ে বাধিত করবেন। 

বিনীত 

ফাহিম ফারহান

ক্লাস ৯, রোল-৩

ছুটির জন্য আবেদন পত্র

ছুটির জন্য আবেদন পত্র লিখার এই নিয়ম অনুসরন করে বিদ্যালয় / কলেজ কিংবা অফিস থেকে ছুটি নিতে পারবেন।

তারিখ ১৪-০৯-২০২৩ খ্রিঃ

বরাবর

প্রধান শিক্ষক

সোনাগাজী ফাইলট উচ্চ বিদ্যালয়

সোনাগাজী, ফেনী

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি বিদ্যালয়ের / কলেজের দ্বাদশ শ্রেনীর মানবিক বিভাগের ‘খ’ শ্রেনীর নিয়মিত ছাত্র। আগামী ১৫-০৯-২০২৩ খ্রিঃ আমার বড় আপুর বিবাহ। এমতাবস্থায় আমার উপর অনেক কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে যার ফলে আমি বিদ্যালয়ের / কলেজে উপস্থিত থাকতে পারব না। 

এতএব, বিনীত আবেদন এই যে, আমাকে আগামী এক সপ্তাহ (১৫-০৯-২০২৩ থেকে ২২-০৯-২০২৩ পর্যন্ত) ছুটি দিয়ে বাধিত করবেন।

বিনীত 

আয়াতুল ফাহিম

মানবিক বিভাগ

শ্রেণী ১২, রল- ১২৩৪ 

শেষ কথা 

আমরা চাকরির আবেদন পত্র , দরখাস্ত লেখার নিয়ম সহ আবেদন পত্র লেখার নিয়ম বাংলা তে আলোচনা করেছি। আপনি এই নিয়মগুলো অনুসরন করে লিখলে তা অনুমোদন পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এছাড়াও এখানে দেয়া নমুনাপত্র দেখে সহজেই যেকোনো ধরনের আবেদন পত্র লিখতে পারবেন। এই আর্টিকেল সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন, ধন্যবাদ। 

আরো পড়ুন- অপরিচিতা গল্পের mcq

আরো পড়ুন- অপরিচিতা গল্পের সৃজনশীল

আরো পড়ুন- পদ্মা সেতু অনুচ্ছেদ

আরো পড়ুন- Padma Bridge Paragraph

চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা

1 thought on “চাকরির আবেদন পত্র লেখার নিয়ম বাংলা – 2023”

Leave a Comment