চিঠি লেখার নিয়ম বাংলা ll How To Write a Letter In Bangla ll চিঠি লেখার নিয়ম PDF

আসসালামুয়ালাইকুম, সবেইকে Learn-zone.com এ স্বাগতম ।

আজকে Learn-zone.com নিয়ে এলো চিঠি লেখার নিয়ম বাংলা। চিঠি লেখার নিয়ম সম্পর্কে আপনার যদি সমস্যা থাকে তাহলে আশা করি এই পোস্ট পড়ার পোর আপনি আপনার সব সমস্যা দূর করতে পারবেন।

আপনাদের বোঝার সুবিধার্থে নিচে একটা ভিডিও দিয়েছি , ভিডিও দেখলে আশা করি আর কোনো সমস্যা থাকবেনা। ভিডিওর পরে আমরা মূল বিষয়গুলো দিয়েছি এবং সবার শেষে চিঠি লেখার নিয়ম PDF ফাইলে নমুনা পত্র ডাউনলোড করার অপশন পাবেন।

পত্র বা চিঠি কাকে বলে ?

শুরুতে জেনে নিই পত্র কাকে বলে- কোনো ব্যক্তির কাছে মনের ভাব প্রকাশ করে কোনো বিষয় নিয়ে লেখাকেই পত্র লিখন বলে।

পত্র বা চিঠি লেখার নিয়ম বাংলা

চিঠি-লেখার-নিয়ম-বাংলা-How-To-Write-a-Letter-In-Bangla-চিঠি-লেখার-নিয়ম-PDF-1
চিঠি-লেখার-নিয়ম-বাংলা-How-To-Write-a-Letter-In-Bangla-চিঠি-লেখার-নিয়ম-PDF-1

পত্র লিখার ক্ষেত্রে যে বিষয়গুলর প্রতি লক্ষ্য রাখতে হবে, চিঠি লেখার নিয়ম বাংলা

  • পত্রের ভাষা হবে সহজ – সরল । 
  • কথিন ভাষারিতী পরিত্যগ করে উচিত ।
  • পত্রের বিষয় অনুযায়ী প্রচলিত নিয়ম রীতি মানা দরকার ।
  • হাতের লেখা পরিস্কার, সুন্দর ও স্পষ্ট হওয়া উচিত ।
  • যথাস্থানে নাম ঠিকানা লিখতে হবে ।

যেসব বিষয় পত্রে অন্তর্ভুক্ত থাকবে 

  • পত্র লিখার স্থান ।
  • পত্র প্রেরণের তারিখ ।
  • সম্বোধন ।
  • পত্রের বক্তব্য বিষয় ।
  • পত্র লেখকের নাম ও স্বক্ষর ।
  • ক্ষামের ওপর প্রাপকের নাম ও ঠিকানা ।

 পত্রলেখার সময় যে বিষয়গুলোর প্রতি লক্ষ রাখতে হবে –

  • পত্রের বক্তব্য সুন্দর এবং সুস্পষ্ট হতে হবে ।
  • সহজ – সরল ও বিষয়ভিত্তিক ভাষায় পত্র বা চিঠি লিখতে হবে ।
  • পত্রের ভাষা হবে প্রাঞ্জল ও বলিষ্ঠ ।
  • পত্র হবে সংক্ষিপ্ত পূর্ণার্থ, অরথাত স্বয়ংসম্পূর্ণ ।
  • পত্রের প্রকাষভঙ্গি হতে হবে আকর্ষনিয় ।
  • পত্র লিখার পদ্ধতি বা নিয়ম মেনে চলতে হবে ।
  • সর্বপ্রকার বাহুল্ল বর্জন করতে হবে ।
  • ভাষা প্রয়োগে শুদ্ধতা থাকতে হবে ।

How To Write a Letter In Bangla

পত্রের অংশঃ

 সাধারনত পত্রের ছয়তি অংশ আছে । যথা –

১/ মঙ্গলসূচক বাণী ,

২/ পত্র লেখকের ঠিকানা ও তারিখ ,

৩/ সম্বোধন ,

৪/ বক্তব্য ,

৫/ ইতি বা সমাপ্ত ও 

৬/ শিরনাম ।

পত্রের প্রকারভেদঃ 

পত্র সাধারনত দু’প্রকার । যথা –
  • পারিবারিক ও
  • ব্যাবহারিক ।

তবে এই দু’প্রকারকে আরো বিশেষ ভাবে ভাগ করলে পত্র আরো কয়েক রকমের হয়। যথা

১/ ব্যাক্তিগত পত্র  ,

২/ ব্যাবসা সংক্রান্ত পত্র ,

৩/ আবেদন পত্র ,

৪/ নিমন্ত্রন পত্র ,

৫/ অভিনন্দন পত্র ,

৬/ সংবেদপত্রে প্রকাশের জন্য পত্র

৭/ দলিল পত্র । 

ব্যাক্তিগত পত্র

একান্ত ব্যাক্তিগত কিংবা পারিবারিক বিষয়আদি নিয়ে যে পত্র বা চিঠি লেখা হয় তাই ব্যাক্তিগত পত্র । বিষয়বস্তুর উপর নির্ভর করে এই পত্রের আকার ছোট কিংবা বড় হতে পারে ।

ব্যক্তিগত পত্রের নিয়ম

১/ পত্রের ডান দিকের শীর্ষে পত্র প্রেরনের স্থান ও তারিখ লিখতে হবে ।

২/ পত্রের বা দিকের একটু নিচুতে প্রাপকের বয়স ও মর্যাদা অনুযায়ী সম্ভোধনসূচক শব্দ যেমন – মান্যবরেষু , প্রীতিভাজনেষু , স্নেহাস্পদেষু , পাক জনাবেষু , কল্যাণীয়াসু  কিংবা প্রাপকের নাম, যথা- প্রিয় রহিম অথবা শুধু রহিম লেখা যেতে পারে । 

৩/ চিঠির গুরুত্ব এবং বিষয়ের সাথে মিল রেখে মূল বক্তব্য লিখতে হবে। এটাই হচ্ছে চিঠির গুরুত্বপূর্ণ অংশ ।

৪/ চিঠির শেষে পত্র প্রেরকের নাম কিংবা স্বাক্ষর থাকবে । অপরিচিত অথবা স্বল্প পরিচিত হলে পু্রো নাম লেখা বাঞ্ছনিয় । খামের ওপরে ও ডান দিকে প্রাপকের পূরো নাম ও ঠিকানা স্পষ্টভাবে লিখতে হবে । খামের বাঁ দিকে থাকবে প্রেরকের নাম ও ঠিকানা । 

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র

সংবাদপত্রে চিঠিপত্র কলামে ব্যাক্তিগত অথবা সমষ্টিগত সমস্যা নিয়ে পত্র লেখা যায় । এই চিঠির সম্পূর্ণ দায়দায়িত্ব পত্র লেখকের। এই ক্ষেত্রে পত্রিকার দায়িত্বশীলদের কোনো প্রকার দায়িত্ব বহন করতে হয় না। চিঠিতে লেখকের নাম ও ঠিকানা উল্লেখ থাকে । পত্র লেখকের নাম গোপন রাখতে চাইলে সম্পাদককে জানাতে হয় । সাধারণত নাম ও ঠিকানাবিহীন চিঠি প্রকাশের রেওয়াজ নেই ।

পত্র সংবাদপত্রে প্রকাশের নিয়ম

  • এ ধরনের পত্রে দুটি অংশ থাকে । 
  • সম্পাদকের কাছে একটি অংশ সংশ্লিষ্ট বিষয়ে প্রকাশ করার অনুরোধ জানিয়ে লেখা ।
  • দ্বিতীয় অংশে শিরোনামসহ মূল ঘটনার বিবরন থাকবে । 
  • পত্রের ভাষা সহজ সরল এবং সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনিয় ।

চিঠি  লেখার নিয়ম PDF