জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023 এর আপডেট নিয়ে আপনদের জন্য হাজির হলাম। শুধুমাত্র নাম অথবা শুধু মাত্র জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই বা চেক করা যায় না।

জন্ম নিবন্ধন চেক করার জন্য জন্ম তারিখ ও জন্ম নিবন্ধন নাম্বার প্রয়োজন হবে। তাহলে খুব সহজেই যাচাই করতে পারবেন। 

জন্ম নিবন্ধন জাচাই করার জন্য everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।  এরপর এখানে আপনার জন্ম নিবন্ধনের ১৭ ডিজিটের নাম্বার ও জন্ম তারিখ দিলে আপনার জন্ম নিবন্ধনের সকল তথ্য দেখাবে। এভাবে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই করতে পারেন।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023

বর্তমানে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই আরো সহজ হচ্ছে। এখন অনলাইনে সহজভাবেই জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। তারই ধারাবাহিকতায় জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023 নিয়ে আসলাম আপনাদের জন্য।

এই apps এর মাধ্যমে সহজেই অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন। আপনারা আপনাদের মোবাইলের যেকোনো ব্রাউজারে  জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023 লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই apps. অথবা প্লে স্টো রেও পাবেন এই এপ্স ।

আর নাহয় নিচের বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে apps এ গেলেই আপনি জন্ম নিবন্ধন যাচাই এ গিয়ে জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার কোডটি বসিয়ে জন্ম তারিখ দিলে আপনি আপনার তথ্য পেয়ে যাবেন। নিচে এপ্স ডাউনলোড লিঙ্ক আছে

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023

birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড

ইতোমধ্যেই আমরা আপনাকে জানিয়েছি কীভাবে জন্ম নিবন্ধন যাচাই করতে হয়। birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে হলে আপনাকে আবার bdris এর নিবন্ধন সাইট  everify.bdris.gov.bd এ যেতে হবে। 

আরো পড়ুন- প্রত্যয়ন পত্র লেখার নিয়ম

সেখানে গেলে আগের উপরে বর্ণিত উপায়ে আপনার জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার কোডটি দিতে হবে।  এরপর জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd জন্ম তারিখ দিতে হবে ঠিক এভাবে ।

আরো সহজ ভাবে বললে, যদি আপনার জন্ম ২০০৩ সালের ফেব্রুয়ারীর ১ তারিখে হয় তাহলে জন্ম তারিখ (2003-2-1) এভাবে দিতে হবে। এরপর “Search” বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন সনদ টি আপনার সামনে প্রদরশিত হবে।

এবার cnt+p  একসাথে চাপবেন, তাহলে birth certificate জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড হয়ে যাবে।

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে প্রথমে কাঙ্ক্ষিত সেই everify.bdris.gov.bd ওয়েবসাইটে যান।  এরপর আপনার আপনার জন্ম নিবন্ধনে থাকা সেই ১৭ সংখ্যার কোডটি বসিয়ে তারপর আপনার জন্ম তারিখ দিন। এরপর ক্যাপচার উত্তর দিয়ে “Search” বাটনে ক্লিক করুন। এরপর আপনার সামনে আপনার জন্ম নিবন্ধনের যাবতীয় তথ্য আপনার সামনে প্রদর্শিত হবে।  

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

আপনি যদি নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন চেক করতে চান তাহলে বলে রাখা ভালো যে আপনি জন্ম নিবন্ধন নাম্বারা ছাড়া এটা দেখতে পারবেন না। জন্ম নিবন্ধন তারিখ ও জন্মনিবন্ধনে ১৭ ডিজিটের মাম্বার দিয়েই আপনাকে দেখতে হবে।

এই বিষয়ে উপরে বলা আছে। দেখে সে হিসেবে কাজ করলে ইন শা আল্লাহ আপনি নিবন্ধন যাচাই করতে পারবেন। 

জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd জন্ম তারিখ দিয়ে

আমরা অনেকেই শুধুমাত্র জন্ম তারিখ দিয়েই জন্ম নিবিন্ধিন যাচাই করতে চাই। শুধু তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই কখনো সম্ভন নয়। কারন একই জন্ম তারিখে অনেক মানুষই জন্ম গ্রহন করেছে। তাই শুধু তারিখ দিয়ে যাচাই সম্ভব না।

এর জন্য আলাদা কিছু থাকতে হবে যার মাধ্যমে আপানাকে আলাদা করতে পারে। তাই এর জন্য জন্ম নিবন্ধনে থাকা নাম্বারের প্রয়োজন। 

আরো পড়ুন- চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 | কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই 

জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351 শুধু মাত্র আপনার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন না। প্রথমে আপনাকে everify.bdris.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে এরপর আপনার জন্ম তারিখ ও কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন.। 

জন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োজনীয়তা

জন্ম নিবন্ধন যাচাই এর অনেও প্রয়োনীয়তা রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা নিচে দেওয়া হলো। 

১/ শিক্ষা ক্ষেত্রে ভর্তিতে জন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োনীয়তা রয়েছে। 

২/ সরকারি তালিকা তৈরির ক্ষেত্রে।

৩/ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য প্রয়োজন।

৪/ গাড়ির লাইসেন্স তৈরির ক্ষেত্রে। 

৫/ ব্যাংক একাউন্ট খোলার ক্ষেত্রে। 

৬/ বিবাহ রেজিস্ট্রারের সময়। 

৭/ পাসপোর্ট তৈরির সময়। 

৮/ বিভিন্ন সরকারি ও বেসিরকারি চাকরির নিয়োগের ক্ষেত্রে।

৯/ জমি রেজিস্ট্রেশনের কাজে। 

১০/ বিভিন্ন প্রকার সংযোগ নেওয়ার ক্ষেত্রে। 

 ইত্যাদি ছাড়াও আরো কিছু কিছু কাজে জন্ম নিবন্ধন যাচাই এর প্রয়োজনীয়তা রয়েছে।

আরো পড়ুন- চিঠি লেখার নিয়ম বাংলা

আশা করি আপনি আপনার জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনার প্রশ্নের সমাধান পেয়েছেন।

এছাড়াও অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ও জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করার নিয়ম জেনে গেছেন। আপনি যদি এই পোস্টের মাধ্যমে উপকৃত হন তাহলে আপনার মূল্যবান মন্তব্য নিচে জানিয়ে দিন এবং চাইলে আপনার বন্ধুদের কাছে চড়িয়ে দিতে পারেন, ধন্যবাদ।

ঘুরে আসতে পারেন আমাদের ওয়েবসাইট learn-zone থেকে।

জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps

12 thoughts on “জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps 2023”

Leave a Comment