প্রত্যয়ন পত্র লেখার নিয়ম | প্রত্যয়ন পত্রের জন্য আবেদন 2023

প্রত্যয়ন পত্র কি | prottoyon potro

প্রত্যয়ন পত্র এর ইংরেজি প্রতিশব্দ হলো Attestation. প্রত্যয়ন পত্র হচ্ছে মূলত এক ধরনের সনাক্তকারী সার্টিফিকেট যা বিভিন্ন ক্ষেত্রে মানুষ বা ব্যাক্তির বিভিন্ন কাজের প্রমান বা সাক্ষী হিসেবে কাজে লাগে। প্রত্যয়ন পত্র বলতে মূলত কর্তৃপক্ষের কোনো একটি বিষয়ে অনাপত্তিমূলক সত্যায়নকে বোঝায়।

অর্থাৎ কোনো একটি বিষয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির কোনো প্রকার আপত্তি নেই এমনটা বোঝানো হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে নির্দিষ্ট ব্যাক্তির সংশ্লিষ্টতাকে বোঝায়। 

প্রত্যয়নকারী ও প্রয়োজোনভেদে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম ও ধরনের কিছুটা পরিবরতন হতে পারে। 

আরো পড়ুন- চিঠি লেখার নিয়ম

প্রত্যয়ন পত্র লেখার নিয়ম | prottoyon potro lekhar niyom

সাধারনত প্রত্যয়ন পত্র নির্দিষ্ট কোনো ব্যাক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের প্যাডে কম্পিউটারে প্রিন্টেড থাকে। আর যদি না থাকে তাহলে আফসেট কাগজে নিজের হাতে লিখতে হবে। প্রত্যয়ন পত্র লেখার ক্ষেত্রে সাধারন কিছু নিয়ম হলোঃ 

  • পত্রের শিরোনামে “প্রত্যয়ন পত্র” লেখা থাকতে হবে, এটা লেখা থাকা আবশ্যক।
  • যে ব্যাক্তিকে প্রত্যয়ন পত্র প্রদান করা হবে তার নাম ও পূর্ণ ঠিকানা প্রত্যয়ন পত্রে উল্লেখ থাকবে। 
  • পত্রের মূল অংশটি দুই ভাগে ভাগ করা থাকে, যার ফলে পত্রের পরিপূর্ণ ভাবার্থ প্রকাশিত হয়। যাতে করে কেউ পড়ে পরিপূর্ণ ধারনা লাভ করতে পারে। 
  • তথ্য প্রদানকারী ব্যাক্তির নাম এবং স্বাক্ষর পত্রের মধ্যে থাকতে হবে। 
  • পত্র প্রদানকারী প্রতিষ্ঠান, ব্যাক্তি বা সংগঠনের সিল এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর থাকতে হবে।

নিচে নমুনা দেওয়া আছে 

আরো পড়ুন- চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

প্রত্যয়ন পত্রের জন্য আবেদন  

বিভিন্ন প্রতিষ্ঠান বা সংগঠন এমন রয়েছে যে প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করার প্রয়োজন পড়েনা। মৌখিকভাবে আবেদন করলেও প্রত্যয়ন পত্র পাওয়া যায়। এই বিষয়টি প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যাক্তির উপর বা স্ব ইচ্ছার উপর নির্ভর করে। 

বর্তমান সময়ে উনিয়ন পরিষদ, চারিত্রিক সনদ, কাউন্সিলর, নাগরিক সনদ ইত্যাদি প্রত্যয়ন পত্রের জন্য অনলাইনেই আবেদন করা যায়। আবেদনের জন্য প্রত্যয়ন ওয়েবসাইটে গিয়ে একাউনট করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তবে এই এখনো সকল উপজেলা ও উনিয়নের জন্য চালু করা হয়নি।  

বিদ্যালয় প্রত্যয়ন পত্র , কলেজ প্রত্যয়ন পত্র , বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়ন পত্র, কোম্পানী প্রত্যয়ন পত্র ও চাকুরি প্রত্যয়ন পত্রের ক্ষেত্রে প্রতিষ্ঠানের প্রধান বরাবর প্রত্যয়ন পত্রের জন্য আবেদন করতে হয়। 

নিচে স্কুলের প্রত্যয়ন পত্রের জন্য আবেদন বা উত্তোলোনের জন্য আবেদনের নমুনা দেয়া হলোঃ

প্রশ্নঃ তোমার বাবার কর্মস্থল পরিবর্তন হওয়ায় প্রদান শিক্ষকের নিকট প্রত্যয়ন পত্র চেয়ে একখানা আবেদন পত্র লিখ। 

তারিখঃ ০২/৯/২৩

প্রধান শিক্ষক

‘xx’ হাই স্কুল 

মিরপুর ঢাকা

বিষয়ঃ প্রত্যয়ন পত্রের জন্য আবেদন ।

জনাব,

আমার বিনীত নিবেদন এই যে, আমি ………………, আপনার বিদ্যালয়ের নবম শ্রেনীর ………………, বিভাগের একজন নিয়মিত ছাত্র। এই বছর জে এস সি পরিক্ষায় আমি এ+ পেয়ে নবম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছি। আমার জে এস সি পরীক্ষার রোল নং ……………, এবং রেজিঃ ……………… । দীর্ঘ তিন বছর আমি আপনার বিদ্যালয়ে অধ্যায়ন করেছি। এই তিন বছরে আমি কোনো আইন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হইনি। বর্তমানে আমার বাবার কর্মস্থল পরিবর্তন হওয়ায় আমাকে অন্য একটি বিদ্যালয়ে ভর্তি হতে হচ্ছে। এমতাবস্থায়, আপনার স্বাক্ষরিত একটি প্রত্যয়ন পত্র আমার একান্ত প্রয়োজন। 

এতএব,  জনাবের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত কারন পর্যালোচনা করে আমাকে একটি প্রত্যয়ন পত্র দিতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত 

আপনার একান্ত অনুগত 

‘xx’

শ্রেনী – ৯ম 

বিভাগ- ‘A’

রোল নং- ০২

প্রত্যয়ন পত্র ফরমেট | প্রত্যয়ন পত্রের নিয়ম বা নমুনা  

বাংলা এবং ইংরেজিতে প্রত্যয়ন পত্র লেখার নিয়ম একই রকম। পার্থক্য শুধু বাংলা প্রত্যয়ন পত্রে বাংলা ভাষায় লিখতে হবে আর ইংরেজি প্রত্যয়ন পত্রে ইংরেজি ভাষায় লিখতে হবে। এগুলো ছাড়া প্রত্যয়ন পত্র লিখার নিয়ম বাকি সব একই থাকবে। 

নিচে প্রত্যয়ন লিখার কিছু নমুনা দেওয়া হলোঃ-

শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র

সাধারনত প্রদান শিক্ষকই শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়ন পত্র দিয়ে থাকেন , তাই প্রধান শিক্ষকের প্রত্যয়ন পত্রের নমুনা। 

স্মারক নং – প্র. প্রি. কা/ 

তারিখ- ২৩/৯/২৩ 

প্রত্যয়ন পত্র 

এতদ্বারা প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম ……………, পিতাঃ ……………, মাতাঃ ……………, গ্রামঃ ……………, ডাকঘরঃ ……………, উপজেলাঃ ……………, জেলাঃ ……………। সে ২০** ইং সালে অত্র প্রতিষ্ঠানেরঃ ……………, শ্রেনীর ছাত্র / ছাত্রী ছিল এবং ২০** সালের বার্ষিক পরীক্ষা /  এসএসসি / এইচএসসি অংশগ্রহণ করে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়। সে বিদ্যালয়ের যাবতীয় পাওনা পরিশোধ করেছে। আমি যতদূর জানি তার চরিত্র ভাল। ভর্তি ভির বর্ণনা অনুযায়ী তার জন্ম ০১/০১/২০০ ইং। 

বিদ্যালয়ে অধ্যায়নকালে সে কোনো প্রকার নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত ছিল না। আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করি। 

প্রধান শিক্ষক ……………

(xx) উচ্চ বিদ্যালয়, ঢাকা। 

আরো পড়ুন- স্বপ্নের পদ্মা সেতু রচনা

সরকারি চাকরির প্রত্যয়ন পত্র

কোনো ব্যাক্তি যখন সরকারি চাকরি করে তখন তাঁর প্রায় প্রত্যয়ন পত্রের প্রয়োজন হয়। সরকারি চাকরির প্রত্যয়ন পত্র দপ্তর প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হয়। চাকরির প্রত্যয়ন পত্রের নমুনা।

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা 

স্মারক নংঃ       তারিখঃ 

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম  ……………, পিতাঃ ……………, মাতাঃ ……………, গ্রামঃ ……………, ডাকঘরঃ ……………, উপজেলাঃ ……………, জেলাঃ ……………। তিনি গত দুই বছর ধরে অত্র প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন। আমার জানা মতে তিনি তাঁর দায়িত্ব ও কর্তব্য অত্যান্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সহিত পালক করে আসছেন। তাঁর স্বভাব চরিত্র ভালো। 

স্বাক্ষর  ……………

প্রধান প্রকৌশলী,

বাংলাদেশ বিভাগস্বাস্থ্য অধিদপ্তর। 

চেয়ারম্যান প্রত্যয়ন পত্র 

চাকরির বৈশিষ্ট প্রকাশ করতে সাধারন এই প্রত্যয়ন পত্র দরকার হয়। যেমন কোনো চাকরিতে যোগদানের পূর্বে চাওয়া হয়। 

চেয়ারম্যান কার্যালয় 

১১ নং ফেহেলওয়ান ইউনিয়ন পরিষদ 

 ফেহেলগাঁও, বাঘের হাট। 

স্মারক নংঃ       তারিখঃ 

প্রত্যয়ন পত্র

এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম  ……………, পিতাঃ ……………, মাতাঃ ……………, গ্রামঃ ……………, ডাকঘরঃ ……………, উপজেলাঃ ……………, জেলাঃ ……………। আমি তাকে ব্যাক্তিগতভাবে চিনি ও জানি। সে জন্মসূত্রে অত্র ইউনিয়নের একজন স্থায়ী বাসিন্দা এবং তাঁর স্বভাব, চরিত্র ভালো। আমার জানা মতে সে সমাজ বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নেই। 

আমি তার সার্বিক উন্নয়ন ও মঙ্গল কামনা করি।

চেয়্যার ম্যান……………   

ফেহেলগাঁও ইউনিয়ন পরিষদ ।

প্রত্যয়ন পত্র লেখার নিয়ম | প্রত্যয়ন পত্রের জন্য আবেদন
প্রত্যয়ন পত্র লেখার নিয়ম | প্রত্যয়ন পত্রের জন্য আবেদন

1 thought on “প্রত্যয়ন পত্র লেখার নিয়ম | প্রত্যয়ন পত্রের জন্য আবেদন 2023”

Leave a Comment